শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রেইছা থলি পাড়া সইত বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০১৯ ০৬:১৭:৫১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৪৮:৫৫  |  ১২৪৭
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। বান্দরবান সদরের রেইছা থলি পাড়ায় সইত বৌদ্ধ বিহারের সকল দায়ক দায়িকাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের  অন্যতম ধর্মীয় উৎসব দানশ্রেষ্ঠ শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান । আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী পূর্নিমা পর্যন্ত দীর্ঘ তিন মাস ভিক্ষুরা বর্ষাবাস পালন করার পর মাসব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য এই দানশ্রেষ্ঠ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়ে থাকে।

কঠিন চীবর দান উপলক্ষ্যে বুধবার সকালে মঙ্গলসুত্র পাঠ এর মাধ্যমে ভিক্ষুসঙ্ঘের পিন্ডচারন অনুষ্ঠিত হয়।এর পরপরই পঞ্চশীল প্রার্থনা,সদ্ধর্ম দেশনা, অষ্টপরিষ্কার দান, মহা সংঘ দান ও ধর্মসভা সম্পন্ন হয়।

কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু পরিষদের সাবেক সভাপতি সামা মহাথের,প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থি’ত থেকে ধর্মদেশনা করেন রোয়াংছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওইসিন্ধা মহাথের, বৈক্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ফইয়া লাংগ্রা মহাথের সহ আরো অনেকে।

অনুষ্ঠানে ৩নং বান্দরবান  সদর ইউপির চেয়ারম্যান সাচপ্রু মার্মা,সুয়ালক ইউপি চেয়ারম্যান অংক্যনু  মার্মা,বান্দরবান সদর উপজেলার সমবায় অফিসার ক্যবুহ্রী মার্মা, সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন।

চীবর দান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেইছা সইত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়াইনাসারা । সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে এই দানোত্তম কঠিন চীবর দানোৎসবের সমাপ্তি ঘটে।

সংবাদ প্রেরকঃ সুজন মারমা সুজন, নিয়মিত পাঠক, সিএইচটি টুডে ডট কম

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions