মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বান্দরবানে লেবুর ব্যবস্থাপনা ও উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ নভেম্বর, ২০১৯ ০৪:৫৮:০০ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ০৫:১১:৪৬  |  ১০৮৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার সকালে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বান্দরবান সদর উপজেলার আয়োজনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ  কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে  প্রদর্শনীভূক্ত ৩০ জন কৃষক কৃষাণীককে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে কৃষকদের লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদনের উপর বিশদ প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক ড. এ কেএম নাজমুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ ওমর ফারুকসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষান কৃষানিরা।

এসময় কৃষাণ কৃষাণীদের লেবু জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির আধুনিক কলাকৌশল, আন্তঃপরিচর্যার উপর প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বিভিন্ন  জাতের চারা, রাসায়নিক সার এবং ভার্মি কম্পোস্ট প্রদান করা হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions