বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

আবরার হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মোমবাতি প্রজ্জলন

প্রকাশঃ ১১ অক্টোবর, ২০১৯ ০৩:৪০:১৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:০৭:৩৯  |  ১১১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর  শিক্ষার্থী আবরার ফাহাদ স্বরণে মোমবাতি  প্রজ্জ্বলন ও এক প্রতিবাদ সভা করে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়েছে  রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং রাঙামাটি সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি পৌরসভা চত্বরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন বুয়েটের ২য় বর্ষের মেধাবী ছাত্র আবরার ফাহাদ স্বরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভা করে তার হত্যাকান্ডের সাথে জড়িত  ছাত্রলীগ নেতাকর্মীদের দ্রুত শাস্তির দাবি করেন।

মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিবাদ সভায় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ৪র্থ বর্ষের ছাত্র আসাদ খান ইফাত, ১ম বর্ষের ছাত্র মোঃ সাহেদ, রাঙামাটি সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র মোঃ মঈনুদ্দিন সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময়  শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions