শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রুমায় ৬ জনকে অপহরণের অভিযোগ

প্রকাশঃ ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৬:২৮:০১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৫:২৬:৩৫  |  ১৫১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৬জন কে অপহরণ করেছে শসস্ত্র সন্ত্রাসীরা।  রোববার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে, এ সময় সন্ত্রাসীরা পাড়ার লোকজনদের মারধর ও বাসা বাড়িতে লুটপাট চালায়।

অপহরণ ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়েছে।

রুমা সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শৈমং মারমা জানান,দুপুর ১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী সামাখাল পাড়ায় হঠাৎ আক্রমণ করে। তারা সেখানে পাড়াবাসিদের মারধর করে ও লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা ওই পাড়া থেকে ছয়জনকে ধরে নিয়ে যায়।

অপহৃতদের নাম এখনো পাওয়া যায়নি,অন্যদিকে কারা পাড়ায় হামলা চালিয়েছে তাদের নাম ও পাওয়া যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবুল কাশেম জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম গিয়েছে। ঘটনার পর থেকে  স্থানীয়দের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে।

এর আগে গত ১৯ আগস্ট রুমার মুনরম পাড়া থেকে শসস্ত্র সন্ত্রাসীরা তিন জীপ চালককে অপহরণ করে নিয়ে যায় ,পরে যৌথবাহিনীর অভিযানে কয়েকদিন পরে তাদের জীবিত উদ্ধার করা হয়।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions