শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

পাকুয়াখালী হত্যাকান্ডের বিচার দাবিতে খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের বিক্ষোভ

প্রকাশঃ ০৯ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৪৫:০১ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০৪:২৩:২০  |  ৯৫৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দীর্ঘ ২৩ বছরেও রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে হত্যার বিচার না হওয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সোমবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সামনে থেকে কথিত শান্তিবাহিনীর তৎকালীন প্রধান সন্তু লারমাসহ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে পাকুয়াখালী হত্যাকা-ের ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া কাঠুরিয়া মো. ইউনুছ ও প্রত্যক্ষদর্শী মো. হাকিম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সরকার দীর্ঘ ২৩ বছরেও নিরহ ৩৫ কাঠুরিয়াকে হত্যার বিচার না কথিত শান্তিবাহিনীর সন্ত্রাসীদের পুনর্বাসন করেছে। অবিলম্বে হত্যাকারীদের প্রধান সন্তু লারমাসহ অন্যান্যদের বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী দেয় বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙামাটির লংগদু উপজেলার পাকুয়াখালীতে ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে আটকে রেখে হত্যা করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions