বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রুমায় ৩জীপ গাড়ির ড্রাইভারকে অপহরনের অভিযোগ

প্রকাশঃ ১৯ অগাস্ট, ২০১৯ ০২:৫৫:১৯ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ০১:৫৭:১৭  |  ১১৯১
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক সেনা সদস্য হত্যার রেশ কাটতে না কাটতেই এবার বান্দরবান জেলার রুমা উপজেলায় ৩জনকে জীপ গাড়ী চালককে অপহরনের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন, নয়ন দাশ, মো: মিজান ও বাসু কর্মকার।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার(১৯ আগস্ট) বিকালে রুমা উপজেলার মুননুয়াম পাড়া থেকে তিন ড্রাইভারকে অপহরণ করা হয়। উপজেলার মুননুয়াম পাড়া থেকে যাত্রী নামিয়ে দিয়ে রুমা উপজেলা সদরে ফেরার পথে শসস্ত্র সন্ত্রাসীরা তাদের গতিরোধ করে অপহরণ করে নিয়ে যায়। এসময় তিনটি জীপ গাড়ি মিনঝিড়ি পাড়ায় রেখে তাদের পাহাড়ের দিকে নিয়ে যায়।
অপহৃত ড্রাইভার বাসু কর্মকারের ছোট ভাই বিনোদ কর্মকার বলেন, আজ দুপুরে তার ভাই ঘর থেকে ভাত খেয়ে বের হয়, এরপর বিকাল থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আরো জানান, লোক মারফত খবর পেয়েছি তাদের অপহরণ করা হয়েছে।

এই ব্যাপারে রুমা থানার ওসি মিজানুর রহমান বলেন, তিন ড্রাইভারের অপহরণের ঘটনা শুনেছি, আমরা বিস্তারিত জানি না, তবে অপহরনের এলাকায় আইন শৃঙ্খলাবাহিনী শীঘ্রই অভিযান পরিচালনা করবে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions