শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ২দিন ব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন শুরু

প্রকাশঃ ১১ মে, ২০১৮ ০৭:২০:৩০ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ১০:৫৬:০৫  |  ১৩৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে শুরু হয়েছে ২দিন ব্যাপী কারাতে ও জুডো প্রশিক্ষন ক্যাম্প। বাংলাদেশ মার্শাল আর্ট স্টারস একাডেমী এবং বান্দরবান কারাতে ক্লাবের যৌথ আয়োজনে বৃহস্পতিবার  বিকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়।

দুই দিন ব্যাপি এই প্রশিক্ষন ক্যাম্পের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ক্যশৈহা¬। এসময় বাংলাদেশ মার্শাল আর্ট স্টারস একাডেমীর সভাপতি মো:সামশুল আলম ভুইয়া, বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক একে এম জাহাঙ্গীর, লামা মহামুনি শিশু সদন এর কারাতে ও জুডো কোর্চ জউপ্রু ,বান্দরবান কারাতে ক্লাবের প্রশিক্ষক  উক্যহ্লাসহ কারাতে ও জুডো প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীদের কারাতে ও জুডোর বিভিন্ন কৌশল সর্ম্পকে ধারণা দেন প্রশিক্ষকেরা।
এবারের ক্যম্পে ঢাকার এগার জন এবং বান্দরবানের প্রায় শতাধিক প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে আর শুক্রবার সন্ধ্যায় সনদপত্র  ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই কারাতে ও জুডোর প্রশিক্ষণ ক্যাম্পের সমাপ্তি ঘটবে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions