শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটি পৌর শহরে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০১৯ ০৮:৫২:৩২ | আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৪ ০৫:২১:৪৯  |  ১০২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।সারা দেশের ন্যায় রাঙামাটিতেও মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। ঈদুল আযহার দিনে রাঙামাটি পৌর শহরে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদ গা মাঠে নামাজ অনুষ্ঠানের কথা থাকলেও বৃষ্টির কারনে বেশ কিছু জামাত মসজিদে অনুষ্ঠিত হয়।

ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদে। জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ও পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরসহ সর্বস্তরের মুস্ল্লীরা ঈদের নামাজ আদায় করেন। এখানে সকাল ৮টায় ও ৯টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও রিজার্ভ বাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বনরূপা আদালত মসজিদ সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি, ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি এবং পুরানপাড়া সরকারী প্রাথমিক স্কুল মাঠে সকাল ৯টায় ১টি ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানী দিয়ে শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়েছেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions