শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

রেড ক্রিসেন্ট কর্মকর্তাদের সাথে আইসিআরসি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৬ অগাস্ট, ২০১৯ ০৪:২৭:২৮ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:৫৬:৩০  |  ৯১৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে আইসিআরসি প্রতিনিধি দল। গতকাল সোমবার জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান এর সভাপতিত্বে আইসিআরসি ঢাকার এফএএস প্রোগ্রাম এডভাইজার মোহাম্মদ শাহীনুর রহমান, ও ICRC Dhaka, Field  Protection Delegate Ms. Laura Diskin,  Mr. Mong Kew, ICRC, ইউনিট কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, যুব প্রধান রানা দে প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, রাঙামাটি পার্বত্য জেলায় ওয়াশ (পানি ও পয়নিস্কাষন) প্রকল্পের কার্যক্রম দ্রুত চালু হওয়া জরুরী। সে সাথে বিডিআরসিএস এর মাধ্যমে রাঙামাটি জেলায় মেয়েদের বয়ঃসন্ধিকাল বিষয় এবং প্রসূতি মায়েদের স্বাস্থ্য শিক্ষা বিষয়ে স্কুল, কলেজ পর্যায়ে প্রশিক্ষণ প্রদান অতিব জরুরী।

উক্ত সভায় ইকোসেক প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও যুব রেড ক্রিসেন্ট, রাঙামাটি জেলা ইউনিটের যুব সদস্যবৃন্দ অংশগ্রহণ করে।

সভার শুরুতে আইসিআরসি প্রতিনিধি দলের সদস্যদের ইউনিটের চলমান ইকোসেক প্রকল্পসহ বাস্তবায়িত সকল কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ইউনিট অফিসার। এছাড়াও  উপজেলাসহ জেলার সকল যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম নিয়ে বিষয়ে অবহিত করেন যুব প্রধান।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions