শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীদের আষাঢ়ী পূর্ণিমা পালন

প্রকাশঃ ১৬ জুলাই, ২০১৯ ১১:৪৪:৩৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০২:৫৪:২৯  |  ৮৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। নানা কর্মসুচীর মধ্যদিয়ে খাগড়াছড়িতে আজ মঙ্গলবার আষাঢ়ী পূর্ণিমা পালন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন বিহারে দিনব্যাপী নানা কর্মসুচী পালন করা হয়।

 এ উপলক্ষে খাগড়াছড়ির  ঐতিহ্যবাহী  য়ংড বৌদ্ধ বিহারে  নানা  ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। কর্মসুচীর মধ্যেছিল বুদ্ধমূর্তি, চীবর দান, অষ্টপরিস্কারদান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ ইত্যাদি।  য়ংড বৌদ্ধ বিহারে অধ্যক্ষ অগ্র বংশ মহাথের উপস্থিত থেকে ধর্মীয় নীতি অনুসরণ করে পূণ্যার্থীদের মাঝে ধর্মদেশনা দেন।

এময় বিহার পরিচালনা কমিটি সহ-সভাপতি নিয়ং  মারমা, সদস্য সানুমং মারমাসহ ধর্মপ্রাণ ধায়ক দায়িকাগন উপস্থিত ছিলেন।

আষাঢ়ী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে পূন্যময় একটি । শিশু কিশোর বৃদ্ধসহ সকল বয়সের নারী পুরুষ এ দিন বিহারে গিয়ে নানান বস্তু ও চোয়াই দান করে দেশ জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন। আষাঢ়ী পূর্ণিমা থেকে বৌদ্ধ সম্প্রাদায় তিন মাস যাবত বর্ষাবাস  বা ওয়া পালন শুরু করে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions