শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে আষাঢ়ি পুর্নিমা পালন

প্রকাশঃ ১৬ জুলাই, ২০১৯ ০৪:০৯:৫২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৪:১৫:৪১  |  ১০১১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ আষাঢ়ী পুর্নিমা। এ পূর্নিমার দিন থেকে বুদ্ধ ভিক্ষুরা আগামী তিন মাসের জন্য বর্ষাব্রত পালনে প্রতীজ্ঞাব্ধ হন। নির্ধারিত একটি বিহারে অবস্থান করে ধর্মের বিভিন্ন বিষয়ে অধিকতর ধর্মচর্চা শুরু করেন। তিনমাস বর্ষাবাস শেষে প্রবারণা পুর্নিমার মাধ্যমে এ বষাবাস সমাপ্ত হবে। সেদিন থেকে শুরু হয় মাস ব্যাপী কঠিন চীবর দান।

আজকের এ দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালন করছে বৌদ্ধরা।

মঙ্গলবার সকালে রাঙামাটি রাজবন বিহারে বুদ্ধা পুজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অস্ট পরিস্কার দান, বুদ্ধমুর্তি  দান, হাজার প্রদীপ দান, ধর্মসভা করা হয়।

সকালের অনুষ্ঠানে হাজারো নর নারী অংশনেয়। এসময় পূণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রদান করেন রাজবন বিহার অধ্যক্ষ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions