বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

বান্দরবানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রকাশঃ ০৪ জুলাই, ২০১৯ ০৮:০৩:২০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৫৩:৩৫  |  ৯৯৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।

রথযাত্রা উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে  বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ,আলোচনা সভা,পদাবলী কীর্তন,আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণসহ নানা অনুষ্টান অনুষ্টিত হয়।

রথযাত্রা উপলক্ষে বিকাল ৩টায় বান্দরবান কেন্দ্রীয় মন্দিরের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার মো:কামরুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী , পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, রথযাত্রা কমিটির সভাপতি কানু দাশসহ সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কানু দাশ বলেন, রথযাত্রা উপলক্ষে বান্দরবানের মানুষের মধ্যে আনন্দের বন্যা বয়েছে। রথ টানা উপলক্ষে হাজার হাজার ভক্তের আগমন ঘটেছে কেন্দ্রীয় মন্দিরে। আগামী ১২জুলাই আবার ফিরতি রথের উৎসব আয়োজন করবো এতেও আমরা সকলের অংশগ্রহণ চাই।

এর পরপর রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে শত শত সনাতন ধর্মালম্বী নারী-পুরুষ রথ টেনে শ্রী শ্রী কালি মন্দির বালাঘাটায় নিয়ে যায়।
আগামী ১২ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসব শেষ হবে ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions