শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটিতে

অসহায় ও দুস্থদের মাঝে দীপংকর তালুকদার এমপির ঈদের কাপড় বিতরণ

প্রকাশঃ ০৪ জুন, ২০১৯ ০৭:৫২:৩১ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:৪০:০৬  |  ১৪১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাঙামাটিতে গরীব অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মধ্যে ঈদের জামা-কাপড় বিতরণ করেছেন, স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।  আজ মঙ্গলবার সকালে এমপি’র নিজ বাসভবন দীপালয় প্রাঙ্গনে অসহায় নারী এবং পুরুষকে ঈদ উদযাপনের জন্য শাড়ি এবং লুঙ্গী বিরতন করা হয়।

রাঙামাটি শহরের প্রায় এক হাজার গরিব অসহায়দের মধ্যে দীপংকর তালুকদার এসব ঈদের জামা-কাপড় বিতরণ করেন। এসময় ঈদ জামা-কাপড় পেয়ে অনেকে উচ্ছ্বেসিত হয়ে সংসদ সদস্যকে ধন্যবাদ দেন।

বিতরণকালে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানয়ে দীপংকর তালুকদার বলেন, পবিত্র রমজান মাসের শেষে আমরা সম্প্রীতির রাঙামাটিসহ দেশের কোন পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্যে আওয়ামীলীগ সরকার জনকল্যাণ মূলক কর্মসূচির আওতায় এলাকায় গরিব অসহায় পরিবারদের মাঝে ঈদের জামা-কাপড় বিতরণের উদ্যোগ হাতে নিয়েছেন।

তারই ধারাবাহিকতায় সরকার ও আমাদের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদের জামা-কাপড় বিতরণ করা হয়। এই সামাজিক কর্মকান্ড আগামীতে ও অব্যাহত থাকবে বলে তিনি জানান।



এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions