মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

জনপ্রতিনিধিদের সাথে নানিয়ারচর জোনের মতবিনিময়

প্রকাশঃ ২০ মে, ২০১৯ ০১:৪১:০৬ | আপডেটঃ ০৮ এপ্রিল, ২০২৪ ০২:২২:১০  |  ৯৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সোমবার সকালে উপজেলার বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কার্বারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন জোন অধিনায়ক লে. কর্নেল কাইয়ুুম হোসেন, পিএসসি।

মতবিনিময় সভায় তিনি জোনের আওতাধীন এলাকায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি রোধ, এলাকার শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখা, এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন।

এসময় জোন অধিনায়ক বলেন, নানিয়ারচর জোনের আওতাধীন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। মতবিনিময় সভা শেষে জোনের পক্ষ থেকে বেতছড়ি ও কুকুরমারার বিভিন্ন স্পোর্টিং ক্লাবে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

উল্লেখ্য, নানিয়ারচর জোনে দায়িত্ব গ্রহণের পর জোন অধিনায়ক জোনের আওতাধীন ইসলামপুর দাখিল মাদ্রাসা, বুড়িঘাট ৮নং টিলায়, কুতুকছড়ি আর্মি ক্যাম্পে, ঘিলাছড়ি আর্মি ক্যাম্পে মতবিনিময় সভা ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions