শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু, আহত ৩

প্রকাশঃ ১৯ মে, ২০১৯ ০৪:১৬:০১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৩:৪০:২০  |  ১০৭৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙায় বজ্রপাতে একই পরিবারের মা ও ছেলের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। রোববার ভোর সাড়ে ৪ টায় বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতে নিজ  বাড়িতে আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি(৫০) ও ছেলে মো: মমিন(২০) নিহত হয়।

এ সময় আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম(৩০), ছেলে আরাফাত হোসেন ও পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন(৫৫) আহত হয়। আহতরা সবাই মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, ভোরে প্রচন্ড বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে বাড়ির ভেতর থাকা একই পরিবারের ৪ জন হতাহতের খবর শুনে স্থানীয়রা আহতাবস্থায় ভাই বোন উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। ঘটনাস্থলে মা ও ছেলের মৃত্যু হয়।  

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।   

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions