শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে পরিত্যক্ত সেল বিস্ফোরণে নিহতের সংখ্যা ২

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৪:১৫:০১ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৩৫:৪১  |  ১০৪৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে ঘটনাস্থলে জাহিদুল ইসলাম মারা যায়, আহত নিপুন চাকমাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম নেয়ার পথে মারা যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন সেনা সদস্য। শুক্রবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন সৈনিক আসাদ, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।

জানা গেছে, হতাহত সেনা সদস্যরা ১৬প্যারা ব্যাটালিয়নের সদস্য। শনিবার বিকেলে ঐ এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল, এই উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় ঝোপ-জঙ্গল পরিস্কার করতে গিয়ে বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর পরই  আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত হাসপাতালে নেওয়া হয়। পরে  উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাদের ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে বিকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে আনা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম  ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন দুর্ঘটনাবশত পরিত্যক্ত সেল (বোমা) বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত  ও সাতজন আহত হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions