বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বাঘাইছড়িতে বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৭:০৫:০২ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০১:১৫:৩১  |  ৮৩৪
সিএইচটি টুডে ডট কম, (বাঘাইছড়ি) রাঙামাটি।  ”মহাকারুণিক গৌতম বুদ্ধের মৈত্রী বারিধারা ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে” এই প্রতিপাদ্যে  বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব ” শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ^ শান্তি কামনায় সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে বাংলাদেশ পার্বত্য ভিক্ষু সংঘ বাঘাইছড়ি উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্দেগ্যে  মঙ্গল শোভাযাত্রার র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুলাবান বৌদ্ধ মন্দিরে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে বৌদ্ধ পুর্ণিমা উপলক্ষে কাচালং ভিক্ষু সংঘ সভাপতি শ্রীমৎ কল্যান মিত্র মাথের সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা সভা ও শোভাযাত্রার উদ্বোধন করেন মারিশ্যা জোন কমান্ডার ও ২৭বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহাবুবুল ইসলাম পিএসসি। 

মঙ্গল শোভাযাত্রায় বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব (জিতু), বাঘাইছড়ি থানা অফিসার ইনর্চাজ এমএ মনজুর,কাচালং ভিক্ষ সংঘ সহ সভাপতি শ্রীমৎ শান্তজ্যেতি থের,৩৭৭ নং রুপকারি মৌজার হেডম্যান বিশ^জিৎ চাকমা,কাচালং সরকারি কলেজ প্রভাষক লালন কান্তি চাকমা,মারিশ্যা ইউপির সাবেক চেয়ারম্যান তন্তুমনি চাকমা ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান মানবজতি চাকমা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন  বাঘাইছড়ি থানা অফিসার ইনর্চাজ এমএ মনজুর, কাচালং সরকারি কলেজ প্রভাষক লালন কান্তি চাকমা,কাচালং ভিক্ষ সংঘ সহ সভাপতি শ্রীমৎ শান্তজ্যেতি থের ও ৩৭৭ নং রুপকারি মৌজার হেডম্যান বিশ^জিৎ চাকমা।

এছাড়াও তুলাবান বৌদ্ধ বিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাচালং ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ কল্যান মিত্র মহাথের কেক কেটে ২য় পর্বের ধর্মীয় আনুষ্ঠিকতা শুরু করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions