শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে সাবেক কৃষি কর্মকর্তার মৃত্যু

প্রকাশঃ ১৬ মে, ২০১৯ ০৭:৫৭:২৯ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:৩৫:১৯  |  ৮০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে মাছ ধরতে গিয়ে কাচালং নদীতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম প্রশান্ত চাকমা (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

বাঘইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ মঞ্জুর জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার কাচালং নদীর পুরান মারিশ্যা খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন প্রশান্ত চাকমা। এরপর তাকে উদ্ধারে স্থানীয়দের সহায়তায় অভিযানে নামেন, বাঘাইছড়ি মারিশ্যা জোনের বিজিবি ও থানা পুলিশর সদস্যরা। দীর্ঘ প্রচেষ্টার এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাচালং নদীর ওই এলাকা থেকে নিখোঁজ প্রশান্ত চাকমার লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions