বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটি শহরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশঃ ১২ মে, ২০১৯ ০১:৫৫:৩৬ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ১০:১০:৫৭  |  ৮৭৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় মেয়াদর্ত্তীণ বাসি, পঁচা , খাওয়ার অযোগ্য বিভিন্ন ধরনের ফল বিক্রির অভিযোগে ৩টি দোকানের ফল বিক্রেতা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্লব দাশ হোমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ফলের দোকানে মেয়াদর্ত্তীণ বাসি, পঁচা , খাওয়ার অযোগ্য বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। যার প্রেক্ষিতে বিজ্ঞ ভ্রাম্যমান আদালত ৩টি ফলের দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় ৪,৫০০/- টাকা জরিমানা আদায় করেন এবং উক্ত খাওয়ার অযোগ্য ফলগুলো জব্দ করে বিনষ্ট করা হয় এবং সকল ফল ব্যবসায়ী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহে রমজানের পবিত্রতা অবলম্বনপূর্বক ন্যায্য মূল্যে ফল বিক্রিসহ রমজানের পবিত্রতা রক্ষার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ প্রদান করেন।

অভিযানের সময় জেলা প্রশাসনের পেশকার জনাব মোঃ নজরুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions