শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জম্মজয়ন্তী উদযাপিত

প্রকাশঃ ০৯ মে, ২০১৯ ০৭:২২:৪৩ | আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৪ ০৮:০৪:৫৮  |  ৭৮৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি।  খাগড়াছড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জম্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান উদযাপন হয়েছে। বুধবার খাগড়াছড়ি শহরে  ঝর্ণাধারা  কচিকাঁচার মেলার কার্যালয়ে এ আলোচনা সভা ও  সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মং শে প্রু চৌধুরী অপু, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন, চেম্বার অব কমার্সের প্রতিনিধি সুদর্শন দত্ত, জেলা শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক ও কচিকাঁচার মেলার পরিচালক সাংবাদিক জীতেন বড়–য়া প্রমূখ।

আলোচনা সভায়  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদানের ইতিহাস তুলে ধরে বক্তারা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলা গল্প,কবিতা,প্রবন্ধ,উপন্যাস নতুন মাত্রা যোগ করেছে। রবীন্দ্রনাথে সৃষ্টিকর্ম  মানুষের সামগ্রিক জীবনের সকল আবেগ-অনুভুতিকে স্পর্শ করেছে। তিনি বাংলা ভাষাভাষিদের মধ্যে প্রথম নোবেল বিজয়ী বলে বক্তারা উল্লেখ করেন।  

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions