বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

লামায় গাঁজা ক্ষেত ধ্বংস ,আটক ১

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০১৯ ০৬:৫৯:২৪ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ০৭:৩৭:১৭  |  ১০৩৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে  শনিবার সকাল ১০ টায় লামা পৌর শহরের কাছাকাছি সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড রোয়াজা ঝিরি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে একটি জমিতে ২০ শতক জমিতে চাষ করা প্রায় ৮ শতাধিক পূর্ণ বয়স্ক গাঁজা গাছ ও ১ হাজার চারা উপড়ে ফেলা হয়।

এসময় গাঁজা ক্ষেতের মালিক মো.ইয়াহিয়া মিন্টুর স্ত্রী খুরশিদা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টু কয়েকদিন যাবৎ লামায় না থাকায় তাকে এসময় আটক করা যায়নি।

অভিযানের পর আটক খুরশিদা বেগম ও গাঁজা গাছ গুলো পুলিশ লামা থানায় নিয়ে আসে।

লামা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল হক জানান, রোয়াজা ঝিরি এলাকায় ভুট্টা, সীম, পেঁপে, বেগুন, মরিচের সাথে গোপনে নিষিদ্ধ মাদক গাজা চাষ হচ্ছে এমন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়, অভিযানে সকল গাঁজা চারা ধ্বংস করা হয় ,এসময় গাঁজা ক্ষেতের মালিক মো. ইয়াহিয়া মিন্টুর স্ত্রী খুরশিদা বেগমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।  


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions