শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত, আহত ৩

প্রকাশঃ ০৩ এপ্রিল, ২০১৯ ১১:২২:৩০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:১৭:৪৮  |  ৯৭৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি  জেলা শহরের অদূরে জিরো মাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত ও আরো ৩জন আহত হয়েছে। আজ সকাল ৮টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, খাগড়াছড়ি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বিআরটিসি বাস এবং উল্টো দিক থেকে আসা মাল বোঝাই পিক-আপ এবং কাভার্ড ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে আসার পর মাহমুদুল হক (৭০) কে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। এছাড়া গুরুতর আহত কাভার্ড ভ্যান চালক সফিকুল ইসলাম ((৩২) কে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল।

খাগড়াছড়ি সদর থানার ওসি  শাহাদাত হোসেন টিটু  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions