বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে

ইসলামিক ফাউন্ডেশনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশঃ ২২ মার্চ, ২০১৯ ০১:৩৪:৪৩ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৯:২৯:৩৬  |  ৮২৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে খাগড়াছড়ি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশনের খাগড়াছড়ির উপ পরিচালক মো: ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার  মেয়র আলহাজ্ব মো: রফিকুল আলম। পৌরসভার  ৬ নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ আনোয়ার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল অফিসার শাহদাত হোসেন, খাগড়াছড়ি জাতীয় ইমাম সমিতির সভাপতি মো:  আবু তাহের আনছারী প্রমূখ।

এ সময় বক্তরা বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ইসলামিক জ্ঞান, জ্ঞানের প্রচার এবং প্রসারের জন্য এটি প্রতিষ্ঠিত করেন।

 উল্লেখ্য যে, ১৯৭৫ সালে ২২ শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions