বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়ির ঘটনায় আহতদের দেখতে সিএমএইচে পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২১ মার্চ, ২০১৯ ০৩:০৪:৪৬ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০২:৩৬:২০  |  ১১১০
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি বৃহস্পতিবার বিকালে  ঢাকা সিএমএইচে যান। বিদ্যমান পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদান করবে উল্লেখ করে মন্ত্রী আহতদের পাশে দাড়ানোর কথা জানান।

সিএমএইচ পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব  মেজবাহুল ইসলাম, অতিরিক্ত সচিব  সুদত্ত চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পার্বত্য মন্ত্রী সিএমএইচে চিকিৎসকদের আন্তরিকতায় আহতদের পরিবার পরিজনের পক্ষে কৃতজ্ঞতা জানান।

চিকিৎসকরা জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষনিক খবরা-খবর ও জরুরী চিকিৎসা প্রদানের তাগাদার কারণে সংকটাপর্ণ পরিস্থিতি মোকাবেলা ও জরুরী ও উন্নত চিকিৎসা সেবা অনেকটা নিশ্চিত হয়েছে।

প্রসঙ্গত: গত ১৮ মার্চ রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট, মাচালং এবং কলাংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ৭জন ভোট গ্রহনকারী কর্মকর্তাসহ আনসার ভিডিপির সদস্য মারা যান। আহত হয় ২৫জন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions