বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে ব্রাশ ফায়ারের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭

প্রকাশঃ ১৮ মার্চ, ২০১৯ ০৩:৪৭:৫০ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ১১:১৭:৪৮  |  ১২৭৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাট কলাংক সরকারি  প্রাথমিক বিদ্যালয়সহ ৩টি কেন্দ্রের ফলাফল নিয়ে ফেরার পথে সন্ধ্যায় নয় মাইল এলাকায় সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে আহত সহকারি প্রিজাডিং অফিসার আবু তৈয়ব সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএসএ) মারা যান। এর আগে নিহতরা হলেন - আনসার-ভিডিপি সদস্য আল-আমিন, বিলকিস, জাহানারা, মিহির কান্তি দত্ত, সহকারি পোলিং অফিসার ও শিক্ষক আমির হোসেন, ও মন্টু চাকমা।

প্রসঙ্গত: বাঘাইছড়ির সাজেকের কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে সেখানে দায়িত্ব পালনকারী প্রিসাইডিং অফিসারসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা নির্বাচনী সরঞ্জাম নিয়ে গাড়ি যোগে বাঘাইছড়ি সদরে ফিরছিলেন। পথে বাঘাইছড়ির ৯ মাইল  নামক এলাকায় গাড়িটির ওপর লক্ষ্য করে এলোপাথারি ব্রাশফায়ার করে সন্ত্রাসীরা। এতে গুলিতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন। এলোপাথারি গুলিতে আহত ২৫জনের মধ্যে গুরুতর আহত ১২জনকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions