বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে প্রেসিডেন্ট গল্ফ টুর্নামেন্ট শুরু

প্রকাশঃ ১৬ মার্চ, ২০১৯ ০৭:২৩:৪৬ | আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ ০৮:০৭:০৮  |  ১৫০২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রথম রেডিয়ান্ট প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট। শনিবার সকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চেঙ্গী গল্ফ এন্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জিওসি বলেন, বাংলাদেশের অনেকে মনে করেন গল্ফ কঠিন ও শক্তির খেলা। কিন্তু বাস্তবে এটি কৌশলের খেলা। ক্রিকেট ও ফুটবলের মতো গল্ফের অনুশীলন করলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পৌঁছে দেয়া সম্ভব।

টুর্নামেন্টে খাগড়াছড়ি রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক সহ পদস্থ সামরিক কর্মকর্তা ও দেশের বিভিন্ন স্থানের চারটি গল্ফ ও কান্ট্রি ক্লাবের ৮১ জন সদস্য অংশগ্রহণ করেছে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions