শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

আঞ্চলিক দলের পক্ষে চাঁদা উত্তোলনের অভিযোগে রাঙামাটিতে কাঠ ব্যবসায়ীকে আটক

প্রকাশঃ ১৪ মার্চ, ২০১৯ ০৩:৪৯:৩১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:১৪:৫১  |  ১৫৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরে বিশেষ অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম শহিদুল্লাহ কাজল (৫১)। তিনি রাঙামাটি শহরের কে কে রায় সড়কের বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ।

বৃহস্পতিবার দুপুর দুইটার সময় শহরের টিএন্ডটি এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন,

অভিযোগ উঠেছে, আটককৃত ব্যবসায়ি কাজল দীর্ঘদিন যাবৎ আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর জন্য চাঁদা উত্তোলন করে সেগুলো ইউপিডিএফ এর সন্ত্রাসী অর্কিড চাকমা ও কুনেন্টু চাকমাকে সরবরাহ করতো। বিষয়টি নিয়ে ভূক্তভোগিরা নিরাপত্তা বাহিনীকে অভিযোগ করে, অভিযোগের সত্যতা পাওয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে শহিদুল্লাহ কাজলকে আটক করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মীর জাহেদুল হক রনি জানিয়েছেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions