বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে উপজেলা নির্বাচন শান্তিপুর্নভাবে হবে, অনিয়ম সহ্য করা হবে না: জেলা প্রশাসক

প্রকাশঃ ১৪ মার্চ, ২০১৯ ০২:৩০:৪২ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ১২:২৮:০৩  |  ১৪২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আগামী ১৮ মার্চ রাঙামাটির ১০ উপজেলায় শান্তিপুর্ণ ভোট গ্রহনে প্রশাসন সম্পুর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেছেন, ভোটের দিন কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে, এছাড়া ভোট গ্রহণে কোন পক্ষপাত মুলক আচরন সহ্য করা হবে না।

তিনি আজ বিকালে উপজেলা নির্বাচন উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের বিশেষ আইন শৃঙ্খলা সভায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম, রাঙামাটি সদরের নবাগত জোন কমান্ডার লে: কর্নেল রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ছুপি উল্লাহ, জাতীয় গোয়েন্দা সংন্থা এনএসআই’র উপ পরিচালক সানোয়ার হোসেন,  অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান,  রাঙামাটি রিজিয়নের জি টু আই মেজর তানভীর, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, নির্বাচন কমিশনের কর্মকর্তা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগন বক্তব্য রাখেন।

এসময় জেলা প্রশাসক আরো জানান, রাঙামাটির প্রতিটি ভোট কেন্দ্রে সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকবে। অধিক ঝুকিপুর্ণ কেন্দ্রগুলো অতিরিক্ত ফোর্স থাকবে।  সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনেও শান্তিপুর্ন নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহন করা  হয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions