মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে প্রশিক্ষনার্থী কমান্ডোদের সন্ত্রাস বিরোধী মহড়া অনুষ্ঠিত

প্রকাশঃ ১১ মার্চ, ২০১৯ ০১:১৫:১৮ | আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৪ ১১:৩২:৫৪  |  ৯৮৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি আর্মড পুলিশ বিশেষায়িত ট্রেনিং সেন্টারে শিক্ষানবিশ কমান্ডোদের নিয়ে সন্ত্রাস বিরোধী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ির এপিবিএন এলাকায় অবস্থিত ট্রেনিং গ্রাউন্ডে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় এন্টি ট্যারিজম ইউনিট এবং রাজশাহী রেঞ্জের ৩৩ জন প্রশিক্ষনার্থী কমান্ডো অংশ নেন। মহড়ায় একটি খরশ্রোতা নদী পার হওয়া এবং বহুতল ভবন জঙ্গি মুক্ত করার কৌশল দেখানো হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পর্কে অবহিত করেন আর্মড পুলিশ বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমান্ডার ডিআইজি আওরংগজেব মাহবুব। প্রশিক্ষিত এ কমান্ডোরা দেশের যে কোন জঙ্গি সন্ত্রাসী কর্মকান্ড মোকাবেলা করতে পারবে বলে জানানো হয়।

এসময় খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চতুর্থ ব্যাচের এই প্রশিক্ষন আগামী ১৮ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions