শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নারী দিবসকে সামনে রেখে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশঃ ০৬ মার্চ, ২০১৯ ০৮:৩৮:৫৪ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:০৮:১৮  |  ৮৬৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। " সবাই মিলে ভাবো, নতুন কিছু করো" নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো " এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবানে ৮মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দিসহ বান্দরবান জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নারীরা।

এ সময়  জেলা প্রশাসক বলেন, বর্তমান যুগে পুরুষের সাথে সাথে নারীরাও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সকল অফিসে কিংবা যে কোন কাজে নারীরা সফল ভাবে কাজ করে যাচ্ছে। এসময়  তিনি নারীদের সকল কাজে  তাদের পাশে থেকে উৎসাহ  দেয়ার জন্য অনুরোধ  জানান ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions