শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
শান্তি পরিবহনের একচাটিয়া প্রভাব বিস্তার বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

বেকার চালক ও শ্রমিকদের বিভিন্ন পরিবহনে নিয়োগের দাবী

প্রকাশঃ ০৪ মার্চ, ২০১৯ ০১:৪২:০১ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৫:৪৮:৩৮  |  ৮৫৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। শান্তি পরিবহনের একচাটিয়া প্রভাব বিস্তার বন্ধ ও  বেকার হয়ে পড়া ১২শ চালক শ্রমিককে খাগড়াছড়ি-ফেনী সড়কে চলাচলরত পরিবহনগুলোতে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। আজ সোমবার দুপুরে সংগঠনটির রামগড় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবী জানানো হয়।

সংবাদ সম্মেন থেকে দাবী আদায়ে প্রশাসনকে কাল থেকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে লাগাতার ধর্মঘটের হুমকী দেয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। এ সময় সংগঠনের সহ- সম্পাদক মো: ইব্রাহিম,কোষাধ্যক্ষ মো: মুকবুল আহমদ,দপ্তর সম্পাদক মৃদুল চক্রবর্তীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়,খাগড়াছড়ি শান্তি পরিবহন মালিক গ্রুপের একচেটিয়া প্রভাব বিস্তারের কারণে বিভিন্ন রুটে তাদের ১শ ১০টি গাড়ীর স্থলে বর্তমানে চলাচল করছে ১৫টি গাড়ী। ফলে বহু চালক শ্রমিক বেকার হয়ে গেছেন। চলাচলরত অন্যপরিবহনে যানবাহনে বেকার হয়ে পড়া চালক শ্রমিকদের  চাকুরীতেও বাঁধা দিচ্ছে শান্তি পরিবহন মালিক গ্রুপ। স্থানীয় প্রশাসনকে বার বার বিষয়টি জানিয়েও কোন প্রতিকার না পাওয়ায় আন্দোলনে যেতে বাধ্য তারা। সংবাদ সম্মেলনে বেকার হয়ে পড়া শ্রমিক কর্মচারীদের মানবেতর জীবন যাপনের চিত্র তুলে ধরা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions