শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে একুশে বই মেলা শুরু

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০১৯ ১১:২৯:১৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:২৩:৩৭  |  ৮৮৯
সিএইচটি টুডে ডট কম,  বান্দরবান। জ্ঞানের চর্চা বাড়াতে বান্দরবানে অমর একুশে বই মেলা শুরু হয়েছে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে আয়োজিত ৩ দিনব্যাপী একুশে বই মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিং ইং ম্রো ।

এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ বাদশা মিঞা মাষ্টার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এসো বই পড়ি, জ্ঞানের চর্চা করি। জ্ঞানের ভান্ডার প্রসারিত করতে সকলের উচিত বেশি বেশি বই পড়া। সুশিক্ষিত জাতিই পারে সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে এবং দেশকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নাই।
পার্বত্য জেলা পরিষদের আয়োজনে একুশে বই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টল স্থান পেয়েছে।

উদ্ধোধনের পর মেলায় সন্ধ্যায় মানুষের ভীড় জমে। এছাড়াও একুশে বই মেলায় বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, বান্দরবান বেতার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মেলায় নাচ-গান, কবিতা আবৃতিসহ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions