বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

"হৃদয়ে বাঘাইছড়ি" এর নান্দনিক বাঘাইছড়ি গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:১০:৫৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:০৫  |  ১০৩৫
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। ১৯৬৮সালে থানা ১৯৮৩সালে উপজেলা ২০০৪ সালে গঠিত হয় পৌরসভা। এ পর্যন্ত অনেকে মেয়র হয়ে বলেছিলেন পৌরসভা মডেল পৌরসভা রুপান্তরিত করবে কেউ পারিনি বলে জানান জনসাধারন। বর্তমানে দলীয় মেয়র হওয়া সত্বেও পৌরসভা এলাকায়  রাস্তা ঘাটে ময়লা আর্বজনার ভরপুর পৌরসভায় পরিণত হয়েছে।

পৌরসভাকে পরিচ্ছিন্ন রাখতে  একঝাক উদায়মান তরুন প্রজম্ম দায়িত্ব নিয়েছে বাঘাইছড়িকে ময়লা আর্বজন মুক্ত করতে। তারই অংশ হিসেবে আজ একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সামাজিক সংগঠন 'হৃদয়ে বাঘাইছড়ি' নামে একটি সংগঠন আজ দুপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালায়।
সংগঠনের সদস্য ইমরান হোসেন জুমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান সোহাগ। চৌমুহনী শাপলা চত্বরে অনুষ্ঠিত পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদিম সরোয়ার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  'হৃদয়ে বাঘাইছড়ি পরিবার' কে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন- বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যুবকদের এগিয়ে আসতে হবে পাশাপাশি বাঘাইছড়ি পরিস্কার পরিচ্ছন্নতা এবং মাদকমুক্ত রাখতে হবে।  
এ সময় বাঘাইছড়ির বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি,  প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক  সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
হৃদয়ে বাঘাইছড়ি পরিবার ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রাখবেন বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান সোহাগ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions