বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে রাজস্থলীতে মানববন্ধন

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:৫৩:৩৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৩:৪৫  |  ২১৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ে সন্ত্রাস বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা ক্যাম্প স্থাপনের দাবীতে রাঙামাটির রাজস্থলীতে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে সচেতন নাগরিক কমিটি। আজ রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় গত ৪ ফ্রেবুয়ারী সন্ত্রাসীদের গুলিতে মংচিনু মারমা ও জাহিদ হোসেন নামে ২ জনকে হত্যার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব পুলক বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ক্যা সুই মারমা, ইউনিয়ন পরিষদ মেম্বার নজরুল ইসলাম ও ব্যবসায়ী পুলক চৌধুরী বক্তব্য রাখেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্থানা ধ্বংসে পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠন করার আহবান জানিয়ে দুর্গম পাহাড়ের বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের দমনে নতুন সেনা ক্যাম্প স্থাপনের ও দাবী জানান বক্তারা।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে বাঙ্গালহালিয়া বাজারের কয়েক শত ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions