শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে জেলা প্রশাসন পরিবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:৪১:৩৯ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০২:০৯:৪৬  |  ৯০৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে। বান্দরবান স্টেডিয়ামে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয় ।

শনিবার সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম ।

এসময় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.শফিউল আলম   নেজারত ডেপুটি কালেক্টর মো. কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানগণ।

এসময় বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক খেলায়াড়দের হা-ড-ুডু, মোরগ লড়াই,সাতচাড়া,দড়ি লাফ, কানামাছি ভোঁ -ভোঁ ও বিস্কুট দৌড়সহ বিভিন্ন  প্রতিযোগিতা অনুষ্টিত হয়। প্রতিযোগিতায় জেলা প্রশাসনের সাতটি উপজেলার  কর্মকর্তা কর্মচারী ও তাদের সন্তানগণ অংশ নেয়।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions