শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে চেয়ারম্যান পদে ২৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৭ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:২৫:৫২ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৩:২৫:৫৬  |  ৩৬০৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাঙামাটির ১০টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ১০ উপজেলায় চেয়ারম্যান পদে গত তিন দিনে আওয়ামীলীগ ও আঞ্চলিক দল সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদে ২৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৫জন মহিলা ভাইস চেয়ারম্যান ২২জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,  বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, লংগদুতে ৫জন, বরকলে ২, কাউখালীতে ২জন, রাজস্থলীতে ১জন, সদর উপজেলায় ২জন, নানিয়াচরে ৫জন, জুরাছড়িতে ১জন, বিলাইছড়িতে ১জন, কাপ্তাইয়ে চেয়ারম্যান ১জন করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। 

রাঙামাটি জেলা নির্বাচন কমিশন থেকে এতথ্যে জানা গেছে।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে সুদর্শন চাকমা, পুর্ব রঞ্জন চাকমা, বড় ঋষি চাকমা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অমর শান্তি চাকমা, সমিরন চাকমা, রিপন চাকমা, বিল্টু চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাগরিকা চাকমা ও সুমিতা চাকমা এখনো পর্যন্ত মনোনয়ন নিয়েছেন।

লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল বারেক (আ’লীগ), হাজী ফয়জুল আজিম, মো; হারুনুর রশীদ, আব্দুর রহিম, সাইফুল ইসলাম পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুচিত্র চাকমা, মো; আবু বক্কর সিদ্দীকি মামুন, মো; রফিক হোসেন, মহিলা ভাইস  চেয়ারম্যান পদে ফাতেমা জিন্নাহ এবং নুর জাহান বেগম মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বরকল উপজেলায় চেয়ারম্যান পদে সবির কুমার চাকমা, বিধান চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা মনোনয়ন পত্র সংগ্রহ করছেন।

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো; সামশুদ্দৌহা চৌধুরী, অর্জুন মনি চাকমা, সুচিত তালুকদার পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মংসুইউ চৌধুরী কুমার, আপ্রু মারমা, শান্তিমনি চাকমা, ষ্ট্যালিন চাকমা, সাজাই মারমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ্যানিক চাকমা কৃপা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে উবাচ মারমা, শাক্যমিত্র চাকমা,  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অংনুচিং মারমা, হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উচসিন মারমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান পদে শহীদুজ্জামান রোমান, অরুন কান্তি চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অনুপম চাকমা, মো: সোলায়মান মহিলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা ও সুফিয়া কামাল (জিমি) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

নানিয়াচর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে রোকন দেওয়ান, প্রগতি চাকমা, জংতিনা চাকমা, জ্ঞান রঞ্জন চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুদীপ তালুকদার, সুচিত তালুকদার, যুগন্ত চাকমা, প্রিয়তোষ দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোয়ালিটি চাকমা এবং প্রমিকা চাকমা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সুরেশ কুমার চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আলপনা চাকমা ও জ্যো¯œা চাকমা মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়সেন তঞ্চঙ্গ্যা, বীরোত্তম তঞ্চঙ্গ্যা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রবিন তঞ্চঙ্গ্যা, অংসেপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা ও ময়না চাকমা মনোনয়ন পত্র জমা সংগ্রহ করেছেন।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপ্লব মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, মো আলম, অংহ্লাচিং, উমে সিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুর নাহার বেগম, ফারহানা আহম্মদ এবং আনোয়ার জাহান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

নির্বাচনী তফসিল অনুযায়ী রাঙামাটিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions