বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে আওয়ামীলীগের চুড়ান্ত প্রার্থী যারা, বিএনপি কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায়

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০১৯ ০৪:২১:০৩ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৩৩:০৩  |  ১৬০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নির্বাচন কমিশন ঘোষিত পঞ্চমবারে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ১০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ  নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় এবং আঞ্চলিক দলগুলো। ইতিমধ্যে রাঙামাটির ১০টি  উপজেলার মধ্যে ৮টি উপজেলায় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগ, বিএনপি রয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায়, আঞ্চলিক দলগুলো সমর্থিত প্রার্থীরাও নড়ে চড়ে বসেছেন। গত ২০১৪ সনে নির্বাচনে ১০টি উপজেলার মধ্যে আওয়ামীলীগ পেয়েছিল ২টি, আঞ্চলিক দল জেএসএস পেয়েছিল ৫টি, বিএনপি ২টি এবং জেএসএস সংস্কার পেয়েছিল ১টি।

আওয়ামীলীগের দলীয় সুত্রমতে তাদের ৮টি উপজেলায় যে সব প্রার্থীরা অংশ নিবেন তারা হলেন, রাঙামাটি সদর উপজেলায় শহীদুজ্জামান রোমান, রাজস্থলী উপজেলায় উবাচ মার্মা, কাপ্তাই উপজেলায় মফিজুল ইসলাম,কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী, লংগদু উপজেলায় বারেক সরকার, বরকল উপজেলায় সুবির চাকমা,  জুরাছড়ি উপজেলায় রুপ কুমার চাকমা এবং বিলাইছড়ি উপজেলায় জয়সেন তংচঙ্গ্যা। বাঘাইছড়ি এবং নানিয়াচর উপজেলায় দলটি কোন প্রার্থী থাকছে না। ধারনা করা হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আঞ্চলিক দল জেএসএস এমএন লারমা গ্রুপ আওয়ামীলীগ প্রার্থী  বিজয়ে কাজ করেছে হয়ত তাদের দুটি উপজেলা ছেড়ে দেয়া হতে পারে।

অন্যদিকে উপজেলা পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের দলীয় সমর্থন দেয়া হয়েছে তারা হলেন, কাউখালী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অংপ্রু মারমা, মহিলা পদে জান্নাতুল ফেরদৌস, রাঙামাটি সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুর্গেশ^র চাকমা, মহিলা পদে নাসরিন ইসলাম, রাজস্থলী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে হারাধর কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উচসিন মারমা, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ সুব্রত বিকাশ তংচঙ্গ্যা জটিল, মহিলা পদে উমেসিং মারমা, বিলাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে অংশেপ্রু মারমা, মহিলা পদে ময়না চাকমা, বরকল উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, মহিলা পদে রাখি চাকমা, লংগদু উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সচিত্র কার্বারী, মহিলা পদে আনেয়ারা বেগম, নানিয়াচর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুজিত তালুকদারকে দলীয় মনোনয়ন দিলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউকে এখনো সমর্থন দেয়া হয়নি, একই অবস্থা বাঘাইছড়ি উপজেলায় সেখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফয়েজ আহম্মদকে দলীয় সমর্থন দিলেও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করেনি। অন্যদিকে জুরাছড়ি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী দিলেও পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউকে এখনো সমর্থন দেয়নি।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া যদি অব্যাহত থাকে এবং মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ২০০৯ সনের উপজেলা নির্বাচনের মত আওয়ামীলীগ কমপক্ষে ৬টি উপজেলায় জিতবে।

দুটি উপজেলায় প্রার্থী না দেয়ার ব্যাপারে হাজী মুছা মাতব্বর বলেন, আমরা কোন অবৈধ অস্ত্রধারীকে বিশ্বাস করি না, তবে কেউ যদি আমাদের সমর্থন দেয় তাহলে আমাদের তাদের বিষয়গুলো বিবেচনা করতে হয়। তবে দলীয় সভায় সব সিদ্ধান্ত হবে, এখন আমরা কিছু বলতে পারছি না।

জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম উপজেলা নির্বাচনের বিষয়ে জানান, যতটুকু জানি বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিবে না, ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারি প্রশাসন যন্ত্রের সহায়তা ভোট ডাকাতির যে নজির স্থাপন করেছে তা নির্বাচনের ইতিহাসে বিরল। তবুও আমরা কেন্দ্রের সিদ্বান্তের অপেক্ষায় আছি, যদি দল সিদ্ধান্ত দেয় তাহলে স্থানীয়ভাবে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। তবে নির্বাচনের পুর্বে এবং নির্বাচনের সময় সরকারের দায়েরকৃত গায়েবী মামলার হাজিরা দিতে আদালতে আমাদের সময় বেশী ব্যয় করতে হচ্ছে।

নির্বাচন নিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কোন বক্তব্য পাওয়া না গেলেও গতবার জনসংহতি সমিতি সমর্থনে রাঙামাটির উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান অরুন কান্তি চাকম জানান, রাঙামাটি নির্বাচনে অংশগ্রহন করবো। সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতব।

রাঙামাটি ১০টি উপজেলা, ২টি পৌরসভা ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলার আয়তন ৬১১৬.১৩ বর্গকিলোমিটার। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ২১৮জন, এর মধ্যে পুরুষ ২লক্ষ ২০ হাজার ৩৫৪জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৯৭ হাজার ৮৬৪জন।

নির্বাচনী তফসিল অনুযায়ী রাঙামাটিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।



এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions