শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে ৭৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে

প্রকাশঃ ০৯ ফেব্রুয়ারী, ২০১৯ ০৫:৩৪:৫৯ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৩৮:৪০  |  ৯৫৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এবার দ্বিতীয় রাউন্ডে রাঙামাটিতে প্রায় ৭৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সারাদেশের মত আজ ৯ ফ্রেবুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হয়েছে পৌরসভাসহ জেলার মোট ১০ উপজেলার ৫০ ইউনিয়নের ১৫৯ ওয়ার্ডে এসব শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভিটামিন এ+ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, এসময়  সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, ডা: বেবী ত্রিপুরাসহ অন্য কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার জানান, এবার ক্যাম্পেইনে জেলার ৬-১১ মাসের ৯০৬৪ এবং ১-৫ বছর বয়সের ৬৯ হাজার ৭৪১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য মোট ১৩১৫ কেন্দ্রে ২৪১ প্রথম সারির তদারককারী, ৪২৯ মাঠকর্মী এবং ২২০১ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions