বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
বাংলাদেশে অনুপ্রবেশ করেছে মিয়ানমারের চীন রাজ্যের

রুমায় অনুপ্রবেশের অপেক্ষায় খুমী ও রাখাইন সম্প্রদায়ের প্রায় ১২৪ জন নারী ও পুরুষ

প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:২০:৫০ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৯:২৭:০৫  |  ১০৫৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের চীন রাজ্যের প্রায় ১২৪ জন শরণার্থী আজ মঙ্গলবার দুপুরের দিকে বাংলাদেশে অনুপ্রবেশকরেছে এমন খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২নং পিলার হয়ে চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

চাইক্ষ্যং পাড়ার স্থানীয়রা জানায়,বেশ কিছু দিন ধরে মিয়ানমারের চীন রাজ্যের প্লাতোয়া জেলার কান্তালিন,খামংওয়া,তরোয়াইন এলাকাতেমিয়ানমার সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে ব্যাপক সংঘর্ষ চলছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে এসব শরণার্থীরাজীবন বাঁচাতে সীমান্ত অতিক্রম করেবর্তমানে দুর্গম রুমা উপজেলার চাইক্ষ্যং পাড়ায় অবস্থান করছে ।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শামসুল আলম জানান,আমরা রুমা উপজেলার দুর্গম রেমাক্রী পাংসা ইউনিয়নের ৭২ নং পিলার এর কাছে শরণার্থী প্রবেশের কথা জানতে পেরেছি এবং এ পর্যন্ত খুমী ওরাখাইন সম্প্রদায়ের ৩৫ পরিবারেরপ্রায় ১২৪ জন নারী পুরুষ সেখানে অনুপ্রবেশের কথা জানতে পেরেছি, তবে রুমা উপজেলা চাইক্ষ্যং পাড়া রুমা থেকে অনেক দুর্গম হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানতে পারছি না।

এদিকে জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম জানান,সীমান্তের পাশ^বর্তী এলাকাতে শরণার্থী অবস্থান করছে, তবে বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে ।



বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions