শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
কাপ্তাইয়ে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শফি উল্লাহ

মাদক প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের চেয়ে পুলিশ বেশি কৌশল জানে

প্রকাশঃ ০৫ ফেব্রুয়ারী, ২০১৯ ১২:১০:২৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:২৭:২২  |  ৮৮৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শফি উল্লাহ বলেন, পুলিশ হচ্ছে সরকারের একটা পার্ট, তাই পুলিশের বিষয়ে কোন অসঙ্গতি থাকবে না। সব অসঙ্গতি দুর হয়ে যাবে। পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে আপনারা আমাদের জানাতে পারেন, আমরা সাথে সাথে আনইগত ব্যবস্থা নিবো। মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধান মন্ত্রী জিরো টলারেন্স তাই একে অনেকটা ভিশন হিসেবে  কাজ করছে পুলিশ। মাদককে দমন করতে আমরা সকল ব্যবস্থা হাতে নিয়েছি। একজন মাদক ব্যবসায়ীর চেয়ে আমরা আরও বেশি কৌশল অবলম্বন করতে পারি। তাই আমাদের দূর্বল না ভেবে মাদককে না বলুন। মাদক থেকে দুরে সরে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে খুব সহজে।

কাপ্তাই থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, পরিবহন নেতা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের উপস্থিতিতে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার, কেপিএম লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক ড. এম.এম.এ কাদের, রাঙামাটি জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী।

কাপ্তাই থানা পুলিশের উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান মনির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দিন, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ আরও অনেকে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions