শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি প্রাপ্তদের সনদ ও ক্রেস্ট বিতরণ

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে : জেলা প্রশাসক

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০১৯ ১২:২৮:১৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৪৯:৪০  |  ৯২০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের যেই লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছাতে হলে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন সহ যাবতীয় উন্নয়নের চেয়ে সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে গুণগত শিক্ষা অর্জন। তাই সকলকে মানসম্মত ও তথ্য নির্ভর যোগ্য আধুনিক শিক্ষা অর্জনের ভুমিকা রাখতে হবে। এই গুনগত শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে সরকার গত ১০বছরে অনেক বিনিয়োগ ও প্রকল্প হাতে নিয়েছে। এর জন্য যুগের সাথে তাল মিলেয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে ডিজিটাল শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করতে শিক্ষক সহ সংশ্লিষ্ট সকলকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।

রাঙামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা মিলনায়নে নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি ২০১৮ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক এ.কে.এম মামুনুর রশিদ এসব কথা বলেন।

নুরুল হুদা কাদেরী স্মৃতিবৃত্তি পরিষদের সভাপতি আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী সহ আরও অনেকে। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসক রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গায় ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুলে ২০১৭-১৮ অর্থ বৎসরের এলজিএসপি-৩ এর অর্থায়নে ছাত্র-ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ এবং অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। পরে তিনি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও জাতীর জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কর্ণফুলী সরকারি কলেজের পাঠাগারের একাংশে তৈরী বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions