শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
মানিকছড়িতে সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আওয়ামীলীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে ছিল : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০১৯ ১১:২৪:৫২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:০১:১৩  |  ১০৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, এ দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ওপরই আস্থাশীল। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষকে কতোটা ভালোবাসেন তা ১৯৯৬ সালের ক্ষমতার আসার পর থেকেই দৃশ্যমান। তাই পাহাড়ের মানুষের সুখে-দু:খে –অসহায় মানুষের পাশে এবং থাকতে দায়বদ্ধ।

সোমবার বিকেলে মানিকছড়ি উপজেলা টাউন হলে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সংবর্ধনা ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল এর সঞ্চালনায় অনুষ্টিত শীতবস্ত্র বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন, ২৯৮ নং খাগড়াছড়ি আসনে পর পর দু’বার নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নেতা রণ বিক্রম ত্রিপুরা, কল্যাণ মিত্র বড়–য়া, এম.এ.রাজ্জাক, মো.আবুল কালাম, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, রে¤্রাচাই চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ¤্রাগ্য মারমা,মাটিরাঙার পৌর মেয়র মো.শামসুল হক, জেলা আওয়ামীলীগ মহিলানেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, মো.শহিদুল ইসলাম মোহন, ইউপি চেয়ারম্যন ক্যয়জরী মহাজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার
মো.সফিউল আলম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, রাহেলা আক্তার, আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. আকতার হোসেন ভূইঁয়া, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম মাসুদ, সহ-সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম, মো.ইদ্রিস ইসলাম বাচ্চু, ছাত্রলীগ নেতা রাজীব কুমার নাথ, মো. হাসান, মো. সাইফুল ইসলাম, মো. জাফর আলম, মো. জামাল হোসেন, মহিলা নেত্রী নুরুন নাহার,পপি চৌধুরী, নুর জাহান আফরিন লাকি, ডলি চৌধুরী, শাহনাজ পারভীন প্রমূখ।
সভার শুরুতে প্রধান অতিথি ২৯৮ নং খাগড়াছড়ি আসনে পর পর দু’বার নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষয়ক টাক্সর্ফোস চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, এদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নজির সৃষ্টি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর আর্দশে অনুপ্রাণিত বাংলাদেশ ছাত্রলীগ মানিকছড়ি শাখা এখানকার ৫শতাধিক দরিদ্র জনগোষ্ঠির শীত নিবারণে পাশে দাঁড়িয়ে সেটি দেখিয়েছেন। ছাত্রদের এ শিক্ষা আমাদের অনুকরণ করে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তাছাড়া আওয়ামীলীগ সরকার সবসময় অসহায় মানুষের পাশে দাড়িছে। যে কোন বিপদ আপদে জনগনের পাশে আছে।

তিনি আরো বলেন, পর পর দু’বার বিজয়ের জন্য আমাকে আজ যারা সংবর্ধিত করছেন আমি সত্যিই আপনারে কাছে  ঋণী। আপনারা মনে-প্রাণে না চাইলে আমি আজ এভাবে সংবর্ধিত হতে পারতাম না। সবই বাংলাদেশ আওয়ামীলীগ পরিবারের কারণে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions