শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০১৮ ০৫:০৬:০১ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৭:৪৬:৪১  |  ৮৯১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার সকাল ৮টা থেকে খাগড়াছড়ি ২৯৮ নং আসনের ১৮৭টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছে আওয়ামীলীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। ভোট প্রদান শেষে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকলে তিনি জয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। তবে ভিন্ন অভিযোগ করছেন জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়া। ১৫০ টি কেন্দ্রে বিএনপির কোন পোলিং  এজেন্ট ঢুকতে দেয়া হচ্ছে না এবং কেন্দ্র দখলের অভিযোগ করেছেন প্রার্থী।

ঠান্ডার কারণে সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়তে থাকে অধিকাংশ কেন্দ্রে। নতুন ভোটারের উপস্থিতি থাকলেও দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন কেউ কেউ।
বিএনপির প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রের সাথে কোন মিল নেই বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো: শহিদুল ইসলাম।
খাগড়াছড়িতে মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৪১ হাজার ৮শ ৪৩ জন। দূরদূরান্তে থেকে ভোটারদের পা হেটে ও ভ্যানে চড়ে কেন্দ্রে আসতে দেখা গেছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions