শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে থাকবে সাড়ে ৪হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য

ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ; ১শ ৬৪টি কেন্দ্র গুরুত্বপূর্ণ

প্রকাশঃ ২৯ ডিসেম্বর, ২০১৮ ০৭:৩০:০৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৬:৫১:৫৭  |  ১০২৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে সেনা, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার মিলে প্রায় সাড়ে ৪ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। জেলার ১শ ৮৭টি কেন্দ্রের মধ্যে ১শ ৬৪টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। থাকছে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স।

এদিকে শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেছেন জেলার পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান। তিনি শেষ পর্যন্ত আন্তরিকতার সহিত দ্বায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ, সদর থানার ওসি সাহাদাৎ হোসেন টিটো, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে সদর উপজেলা পরিষদ থেকে ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার তিনটি দূর্গম কেন্দ্রে হেলিকপ্টার যোগে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, জেলার  ১৮৭টি কেন্দ্রের ৮২৯টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হবে। এ জন্য ১৮৭ জন প্রিজাইডিং অফিসার, ৮২৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১হাজার ৬৫৮ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

৯ উপজেলা  ও  ৩ পৌরসভা নিয়ে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসন। এ আসনে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খাগড়াছড়িতে এবারে ভোটার ৪ লাখ ৪১ হাজার ৮ শ ৪৩ জন। এরমধ্যে ২ লাখ ২৬ হাজার ৫শ ৩৬ জন পুরুষ এবং ২লাখ ১৫ হাজার ৩শ ৭জন নারী। এবারে নতুন ভোটার প্রায় ৬০ হাজার।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions