বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
বান্দরবানে

৫০ হাজার ভুয়া ব্যালেটের অভিযোগ জেরীর, আওয়ামীলীগের প্রতিবাদ

প্রকাশঃ ২৮ ডিসেম্বর, ২০১৮ ১২:০৪:০৩ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০৩:৩৩:৫৪  |  ১০৬৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগ এনে নির্বাচনী তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশসিং এর প্রধান নির্বাচনী এজেন্ট দলের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবী এই অভিযোগ দায়ের করেন।

গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী আওয়ামী প্রার্থী বীর বাহাদুরের বিরুদ্ধে নির্বাচনের আগে ৫০ হাজার ভুয়া ব্যালট পেপার ছাপানোর অভিযোগ আনেন। এ ঘটনার পর অভিযোগের সত্যতা যাচাইয়ে নির্বাচনী তদন্ত কমিটির কাছে লিখিত অভিযোগ দায়ের করল আওয়ামী লীগ।
জেলা নির্বাচনী তদন্ত কমিটির প্রধান ও যুগ্ম জেলা জজ নিশাত সুলতানা জানান, বৃহস্পতিবার তিনি আওয়ামী লীগের পক্ষ হতে একটি অভিযোগ পেয়েছেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে তার বক্তব্যের স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র উপস্থাপন করার জন্য নোটিশ দিয়েছেন। জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নিশাত সুলতানা।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর জানান, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘিন্ত করতে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়াচ্ছেন। তিনি (জেরী ) সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে জয়ী হতে ৫০ হাজার ভুয়া ব্যালট পেপার ছাপিয়েছেন। এছাড়া বিরোধী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একে এম জাহাঙ্গীর আরো  বলেন, নির্বাচনের আগে সুন্দর পরিবেশ নষ্ট করতেই জেরী এ ধরনের কথা বার্তা বলছেন। বীর বাহাদুর বান্দরবানের সম্প্রীতির উন্নয়নের কারিগর। বীর বাহাদুরের সুনাম নষ্ট করতেই বিএনপি নানা অপকৌশল চালাচ্ছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর অন্যতম নির্বাচনী নেতা মুজিবুর রশিদ, আমরা এখন পর্যন্তকোনো নোটিশ পাইনি। নোটিশ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনে এবার মোট ৪ প্রার্থী ভোটে লড়ছেন। এর মধ্যে মূল প্রতিদ্বন্দিদ্বতা হবে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ও বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর সাথে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions