শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জীবনের নানা কর্মসুচী পালিত

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০১৮ ১০:৫০:২০ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৭:১০:৪৯  |  ৮৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ ১৪ ডিসেম্বর ২০১৮ রোজ শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক "জীবন" এর পক্ষ থেকে ভিন্নধর্মী কর্মসূচী পালিত হয়েছে।

আজ সকাল ৯টায় রিজার্ভমূখ রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার কমপ্লেক্সে একে একে জড়ো হতে থাকে সংগঠনের সদস্যরা৷ রাঙামাটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরাও স্বতস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী প্রথমেই শহীদ মিনার কমপ্লেক্স পরিস্কার পরিচ্ছন্ন করে সংগঠনের সদস্যরা৷ এর পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করা হয়৷
জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি আনোয়ারুল কবির৷জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে জাতির সূর্য সন্তানদের স্মরণ করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ১৮ প্রাপ্ত সংগঠনটি৷

এরপর সংগঠনের সহ-সভাপতি মোঃ ইউনুছ সুমন এর নেতৃত্বে  বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধির উদ্দেশ্যে যাত্রা করে "জীবন" পরিবার৷
সেখানে চিরনিদ্রায় শায়িত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের সদস্যরা৷
এরপর সূর্যাস্তের সাথে সাথে যথাযথ মর্যাদায় পতাকা নামান সংগঠনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)৷সারা শহীদমিনার কমপ্লেক্সে মোমবাতি প্রজ্জ্বোলন ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়৷ পরে সকলের উপস্থিতিতে শপথ গ্রহণ এর মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি ঘটে৷

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে "জীবন" এর সহ-সভাপতি শহীদুল ইসলাম, সদস্য সাইদা জান্নাত, মোবারক হোসেন রানা, শুভ মন্ডল, মোস্তাফিজুর রহমান মান্না, শিমলা রশিদ, তাহমিনা ইয়াসমিন, রাজিবুল হাসান, আতাহার মাসুম, পৃথিবী চাকমা, পলি ত্রিপুরা, ইমতিয়াজ ইমন, জয়পাল অন্তু, অয়ন চক্রবর্তী, মোঃ নুরুদ্দিন, শাহাদাত নাঈম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷
পুরো আয়োজনে "জীবন" রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদস্যরাও সার্বিক সহযোগীতা করেন৷
রাবিপ্রবি ইউনিট সভাপতি মোস্তাফিজুর রহমান মান্না বলেন, “পার্বত্যাঞ্চলে "জীবন" পার্বত্যবাসীকে এক অভিন্ন যোগসূত্রে বেঁধেছে৷ একইভাবে জাগ্রত করেছে মানবিক অনুভূতি৷ দেশপ্রেম ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে আমরা বদ্ধপরিকর৷"
“জীবন” রাঙামাটি মেডিকেল কলেজ ইউনিটের প্রতিনিধি শিমলা রশিদ এমন মহতি উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই কর্মসূচিকে একটি দিনে সীমাবদ্ধ না রাখার অনুরোধ জানান৷

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions