শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটির লেক সাইটে যুক্ত হলো সিটি স্ক্যান মেশিন

প্রকাশঃ ১১ ডিসেম্বর, ২০১৮ ০৬:০৭:৫৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:০৪:০৬  |  ২৩৭১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। এই প্রথম রাঙামাটিতে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির স্ক্যান মেশিন।  রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র রাজ বাড়ি  এলাকায়  প্রাইভেট ক্লিনিক   হাসপাতাল  লেক সাইটে  বসানো হয়েছে  আধুনিক প্রযুক্তির জাপানী  সিটি স্ক্যান মেশিন। সোমবার সকালে রাঙামাটি মেডিকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক  ডা. প্রীতি প্রসুন বড়–য়া পিতা কেটে সিটি স্ক্যান মেশিনের।

এ সময়  উপস্থিত ছিলেন, রাঙামাটি  সিভিল সার্জন ডা.শহিদ তালুকদার,রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক আবুল কালাম আজাদ, সহযোগি অধ্যাপক ডা. মনোজ কুমার বড়–য়া, সহযোগি অধ্যাপক  ডা.আবদুস সালাম,সহযোগি অধ্যাপক  ডা. গৌরব দেওয়ান, ডেপুটি  সিভিল  সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ পরিচালক প্রবণ কুমার চাকমা, ও লেক সাইট পরিচালনা পর্ষদের সদস্য মানস মুকুল চাকমা,আবাসিক মেডিকেল  অফিসার  ডা.শওকত আকবরসহ আরো অনেকে।

উদ্ধোধন শেষে বক্তারা  বলেন, রাঙামাটির চিকিৎসা ক্ষেত্রে  একটি  অত্যাধুনিক  প্রযুক্তির  জাপানি সিটি স্ক্যান মেশিন অনেক ভুমিকা রাখবে,  আগে  রাঙামাটির  রোগিদের  সিটি স্ক্যান করতে  চট্টগ্রাম  যেতে  হতো। এখন আর  টাকা পয়সা  খরচ করে  আর  সিটি স্ক্যান পরীক্ষা করতে  চট্টগ্রাম  যেতে হবে না।  রাঙামাটির মানুষ চট্টগ্রাম  গিয়ে  ৫ হাজার টাকা দিয়ে সিটি স্ক্যান করতে হতো, তার পর  আনুষাঙ্গিক  খচর বিরচ তো আছেই।  এই সিটি স্ক্যান  বসাতে  উপকার হলো  সাধারণ মানুষের।  সিটি স্ক্যানের পাশা পাশি  আধুনিক প্রযুক্তিতে  ইসিজি আল্ট্রাসহ অন্যান্য পরীক্ষা নিরিক্ষা স্বল্প খরচে করানো যাবে।

স্বাস্থ্য |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions