বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

তাবলীগের একাংশের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০১:০৮:৩৫ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৯:১৮:০৯  |  ৮৬৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। তাবলীগের সাথী, আলেম ওলামা ও ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে শহরের শাপলা চত্বর এলাকায় ওলামায়েকেরাম ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স মসজিদের খতিব মুফতি ইমাম উদ্দিন কাশেমী।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা সদর মসজিদের খতিব কারী ওসমান গণি, উপজেলা যিম্মাদার দিদারুল আলম, এমদাদুল হক মামুন, মোঃ মাঈন উদ্দিন, মোঃ মহিবুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাওলানা সাদ বয়ানে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তাঁর অনুসারীদের হাতে টঙ্গী বিশ্ব এজতেমা ময়দানে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। মানববন্ধন থেকে এই ঘটনার সুষ্টু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। পাশাপাশি বিগত বছরগুলোর মত এবারো টঙ্গীর বিশ্ব ইজতেমা পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions