শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
বান্দরবান

সাচিং প্রু জেরীকে সমর্থন জানিয়ে উম্মে কুলসুম সুলতানা লীনা’র মনোনয়ন পত্র প্রত্যাহার

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০১:০৭:০১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০১:৪২:২৮  |  ১১৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আসন্ন ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিকল্প প্রার্থী হিসাবে ৩০০ নং পার্বত্য জেলা বান্দরবান আসনে বিকল্প প্রার্থী হিসাবে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী মনোনয়ন ফরম নিয়ে প্রার্থীতা দাখিল করেন।

তিনি রোববার বিকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, আমি আপনাদের মাধ্যমে কারাবন্দী দেশনেত্রী চেয়ারপারসন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি আমাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করায়, আমি আপনাদের মাধ্যমে ৩০০ নং বান্দরবান আসনের জনগণকে জানাতে চাই, বিএনপিও জাতীয় ঐক্যফ্রন্ট, বান্দরবানের গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে দলীয় প্রার্থী হিসাবে চুড়ান্ত করেছেন।
আমি আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজ সাচিং প্রু জেরীর সমর্থনের আমার প্রার্থীতা প্রত্যাহার করছি। আমাদের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি, মানুষের ভোটের অধিকার, গুম-খুন, দুর্নীতির বিরুদ্ধে ধানের শীষে ভোট প্রার্থনা করছি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো:ওসমান গণি, যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, নুরুল আলম কোম্পানী, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, আলী হায়দার বাবলু সহ প্রমুখ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions