বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

প্রকাশঃ ০৯ ডিসেম্বর, ২০১৮ ০৫:৪৩:৫৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৬:৪৯:২৭  |  ১০১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ‘‘টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন’’  এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, দুনীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৮ পালিত হয়েছে।

আজ রোববার সকাল ১২টায় উপজেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি অমেলেন্দু হাওলাদারের সভাপতিত্বে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার আলমগীর কবীর, দুনীতি প্রতিরোধ কমিটি সভাপতি মায়াধন চাকমা প্রমুখসহ সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের একক কোনো সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। তাই জাতিসংঘ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশন গ্রহণ করেছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুর্নীতি অন্যতম চ্যালেঞ্জ।

মানববন্ধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি  শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে শেষ মিলিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions